বালিয়ায় প্রতিপক্ষের হামলায় ত্রিপুরা উপজাতির ৩জন আহত
বাড়ির জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ত্রিপুরা উপজাতির একই পরিবারের ৩জন গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়ায় ত্রিপুরা কৃষ্ণা পাড়ায় সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটে।
রক্তাক্ত জখম অবস্থায় আহত রবি (৩৫), তার স্ত্রী ঝুলন (২৮) ও ছোট ভাই মঙ্গল ত্রিপুরাকে (২৭) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা স্থানীয় ভুলু ত্রিপুরার দুই ছেলে ও পুত্রবধূ।
চাচাত-জেঠাত ভাইদের মধ্যে ঘরের জায়গা নিয়ে দ্বন্দ্ব থেকে প্রতিপক্ষ তপন ও তার ভাইয়ের ছেলে রনি ধারালো অস্ত্র নিয়ে রবির স্ত্রী ও ছোট ভাইয়ের উপর এ হামলা চালায় বলে এলাকা সূত্রে জানা যায়।
এদিকে আহত ঝুলন রাণী জানান, নিজেদের ঘর মেরামত কাজ করছিল তারা। আগের সীমানায় পিলার বসানো হলেও প্রতিপক্ষরা তাদের জায়গার ওপর পিলার বসানো হয়েছে দাবি করে এ হামলা চালায়। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে নিরীহ উপজাতি আহত পরিবারটি।