• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ইচলীতে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরতলীর বালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর ইচলী গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল করার চেষ্টার অভিযোগে ৩ জনকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। পরে তাদের ছেড়ে দেয়া হয়। ২১ সেপ্টেম্বর শনিবার দুপুরে চাঁদপুর মডেল থানা পুলিশ তাদেরকে আটক করে।
ওই জমির মালিক মিজান গাজী সাংবাদিকদের জানান, আমাদের প্রায় সাড়ে ৭ শতাংশ জমির জটিলতা নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলছে। বিজ্ঞ আদালত মোঃ মোক্তার হোসেন গাজী এবং মোঃ মনির গাজীকে আমাদের দখলীয় ভূমির কোনো রূপান্তর, হস্তান্তর, আকার-আকৃতি পরিবর্তনসহ কোনোরূপ আমাদের শান্তিপূর্ণ ভোগদখলে বিঘœ সৃষ্টি না করতে ২০১৮ সালের এক নোটিশে নির্দেশনা দেন। যদি এরূপ কিছু তারা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে জানানো হয়। কিন্তু ওই মোক্তার হোসেন ও মনির হোসেন গাজী গং আদালতের এমন নির্দেশ অমান্য করে আমাদের পরিবারের লোকদের মারধর করে এখানে অবৈধভাবে দেয়াল নির্মাণ করতে চেষ্টা করে। তখন চাঁদপুর মডেল থানা পুলিশকে এ ব্যাপারে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ওদের ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় মৃত সুলতানের পুত্রবধূ শাহিনুর বেগম সাংবাদিকদের জানান, মিজানের করা সমস্ত অভিযোগ মিথ্যা। বরং মিজান ও তার দলবল আমাদের ওপর হামলা চালায়। পরে পুলিশ এসে আমাদের কয়েকজনকে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন জানান, আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল হচ্ছে বলে খবর পাই। পরে পুলিশ ফোর্স পাঠিয়ে দ্রুত জমি দখল করে দেয়াল নির্মাণ বন্ধ করতে নির্দেশ দেই। তাৎক্ষণিক কয়েকজনকে থানায় নিয়ে আসলেও পরবর্তীতে তাদের ছেড়ে দেয়া হয়েছে।