ট্রাক রোডে ঢালী মার্কেট ও গাজী মার্কেটে দুর্ধর্ষ চুরি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৪
নিজস্ব প্রতিবেদক


চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ ঢালী মার্কেট ও গাজী মার্কেটে দুর্ধর্ষ চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা গেছে, চোর চক্র সাবল দিয়ে ঢালী মার্কেটে ফারুক ফার্মেসীর সার্টার ভেঙে ফেলে। আর সেই দোকানে চুরি হয়েছে ক্যাশে রাখা অল্প কিছু টাকা।
অপরদিকে গাজী মার্কেটের লাবনী টেলিকম এন্ড জেনারেল স্টোরের সার্টার অনেক চেষ্টা করে সাবল দিয়ে ভাঙ্গার জন্যে। কিন্তু ভেতরে থাই গ্লাস থাকার কারণে দোকানের ভেতরে ঢুকতে ব্যর্থ হয়। তাই দোকানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।