ফরিদগঞ্জে খড়ের গাদায় আগুন


পারিবারিক কলহ এবং জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপোঁয়া গ্রামে আবু তাহের নামের এক ব্যক্তির খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ৭ সেপ্টেম্বর শনিবার ভোররাতে চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিজ বোন এবং ভগ্নিপতি খড়ের গাদায় আগুন দিয়ে উল্টো আবু তাহেরকে ফাঁসানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, তাদের জমিজমা নিয়ে মা, ছেলে, মেয়ে এবং মেয়ে-জামাইদের সাথে দীর্ঘদিন সমস্যা যাচ্ছে। মা, মেয়ে এবং ভগ্নিপতির সাথে টিকতে না পেরে আবু তাহের বাড়ি থেকে বের হয়ে অন্য জায়গায় স্ত্রী সন্তানসহ ভাড়া থাকেন এবং স্থানীয় কালিরবাজারে ব্যবসা করেন।
এ বিষয়ে আবু তাহের বলেন, ছোটবেলায় বাবাকে পাইনি। মা আর বোনদের জন্যে অনেক কষ্ট করেছি। তাদেরকে আগলে রেখেছি। প্রতিদান হিসেবে আজ আমি আমার বাড়িতে থাকতে পারছি না। সর্বশেষ তারা আমার খড়ের গাদায় আগুন দিয়ে ফরিদগঞ্জ থানা গেছে আমার বিরুদ্ধে অভিযোগ দিতে।
এ বিষয়ে ভগ্নিপতি শাহাজাহানের সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হচ্ছেন। তবে তার বারবার একই কথা। বিষয়টি নিয়ে তার শাশুড়িই বলবেন।
আবু তাহেরের মা রোকেয়া বেগম এ প্রতিনিধিকে ধমক দিয়ে বলেন, আমি আপনাকে কিছু বলবো না। আপনাকে কেনো বলবো? যে আপনাকে বলেছে তার কাছে যান। আপনি কে? আমি যা বলার ওসিকে বলেছি।
ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মোস্তফা পাটোয়ারী জানান, ঘটনাটি আমি শুনেছি। এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। আমি উভয় পক্ষকে নিয়ে বসে এর মীমাংসা করে দেয়ার চেষ্টা করবো।