রাজারগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৩


হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামে পল্লী বিদ্যুতের খুঁটি বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হয়েছে। গত শুক্রবার বিকেলে পশ্চিম রাজারগাঁও আলিম হাজী বাড়ি সংলগ্ন মালেক গাজীর দোকানের সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হচ্ছেন রাজারগাঁও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিঠু পাটোয়ারী, ছাত্রলীগ নেতা মোঃ কাউছার ও যুবলীগ নেতা ইব্রাহিম হোসেন বাবু।
আহতরা জানান, পল্লী বিদ্যুতের খুঁটি রাস্তার উপর দিয়ে না নিয়ে রাস্তার পূর্ব পাশ দিয়ে নেয়ার জন্যে তারা ইঞ্জিনিয়ারকে বলেন। জনস্বার্থেই তারা ইঞ্জিনিয়ারকে এ অনুরোধটুকু করেন। অথচ জনমতের বিপক্ষে গিয়ে তখন বিএনপি-জামাতের আবু তাহের, সাইফুল, কাউসার, রেজাউল করিম ও ছিদ্দিকুর রহমান তাদের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে উল্লেখিত তিন জনকে বাঁশ ও কাঠ দিয়ে মারধর করে গুরুতর আহত করেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।