চাঁদপুরে ডিবি পুলিশের মাদক বিরোধী সফল অভিযান
২ হাজার পিচ ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার ॥ নগদ ৩ লাখ ৪৭ হাজার টাকা উদ্ধার


চাঁদপুর শহরের খলিশাডুলি বন বিভাগ সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা, নগদ ৩ লাখ ৪৭ হাজার টাকা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত ৫ মাদককারবারীকে আটক করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৮ আগস্ট রোববার দুপুরে চাঁদপুর জেলা ডিবি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন।
আটককৃতরা হচ্ছে : কক্সবাজার জেলার নাপিতখালি এলাকার বশির আহম্মদ (৪৮), মহেশখালি উপজেলার খলিফা পাড়ার মোঃ সৈয়দ নূর (২৮), ঈদগাহ্ এলাকার মোঃ নাজির আহমেদ (২৮), মহেশখালি উপজেলার আন্দামোহনা এলাকার মনিরুল ইসলাম ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঠাকুরপাড়া গ্রামের বিল্লাল হোসেন।
ডিবি ওসি জানান, মাদকের চালানসহ মাদক কারবারীরা শহরের একটি বাড়ির ভাড়া করা বাসায় অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সেখানে অভিযান চালানো হয়।
খলিশাডুলিতে বন বিভাগ সড়কে অবস্থিত মৃত ডাঃ নুরুল হকের বাড়ির নিচতলায় দক্ষিণ দিকের ভাড়াটিয়া বিল্লাল হোসেনের বাসায় আটককৃতদের দেখতে পায় পুলিশ। প্রায় দেড় ঘন্টা অভিযান চালানোর পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আটক বশির আহমেদের পেটে অভিনব কায়দায় থাকা ইয়াবার ৪০টি প্যাকেট মলত্যাগের মাধ্যমে বের করা হয়। একই সময় ইয়াবা বিক্রির নগদ ৩ লাখ ৪৭ হাজার টাকা জব্দ করা হয়।
ডিবির এসআই মামুনুর রশীদ জানান, কক্সবাজার জেলার এই মাদক কারবারীরা নিজেরা এসে ইয়াবা দিয়ে যায়। মতলব উত্তরের বিল্লাল হোসেন তাদের কাছ থেকে মাদকের চালান ক্রয় করার সময় আমরা খবর পেয়ে ইয়াবার চালানটি জব্দসহ তাদের আটক করতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।