ফরিদগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামী ফয়সালসহ গ্রেফতার ২


চাঁদপুরের ফরিদগঞ্জে কিশোরী ধর্ষণের ঘটনায় মামলায় অভিযুক্ত প্রধান আসামী বালিথুবা ইউনিয়নের দেইচর গ্রামের ভুঁইয়া বাড়ীর এনায়েত ভুঁইয়ার ছেলে ফয়সাল ভুঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠালে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দ্দেশ দেন।
শুক্রবার (১৬ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বরুড়া থেকে তাকে গ্রেফতার করেন ফরিদগঞ্জ থানা পুলিশ। অভিযানে নেতৃত্বে দেন ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন্ত মজুমদার। তাকে সহযোগিতা করেন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মঞ্জুর আলম, হেলাল উদ্দিন ও পুলিশ সদস্যবৃন্দ। গত মঙ্গলবার (১৩ আগস্ট) আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যাওয়ার সময় উপজেলার মানিকরাজ এলাকায় ধর্ষণের শিকার হন ওই কিশোরী। ওই ঘটনায় কিশোরীর মা’ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯ (১)/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং- ১৭ (৮) ২০১৯। পুলিশ এর পূর্বে ১৫আগস্ট দুপুরে গ্রেফতারকৃত ফয়সাল ভুঁইয়ার সহযোগি রফিক ভুইয়াকে গ্রেফতার করেন। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব উদ্দিব বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার হওয়া আসামীকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।