• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু॥ দাদা ও বাবার অভিযোগ হত্যা

প্রকাশ:  ১৪ আগস্ট ২০১৯, ০৯:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে পানিতে পড়ে আব্দুল্লাহ নামে দুই বছরের শিশুর করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ১০ নং লক্ষিপুর মডেল ইউনিয়নের পূর্ব রঘুনাথপুর ১নং ওয়ার্ড, ওয়াপদার সিআইপি খালে পড়ে  শিশুর করুণ মৃত্যু হয়েছে।
খালে ভাসছে দেখে স্থানীয়রা শিশুকে উদ্ধার করে তার পরিবারকে জানানোর পর চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।   পরে শিশুটির পরিবার তাকে নানীর বাড়িতে নিয়ে আসে।

শিশুর দাদা ইউসুফ খান থানায়, অভিযোগ করলে  মডেল থানার এসআই মফিজুল সঙ্গীয় ফোর্সনিয়ে  শিশুর নানীর বাড়িতে গিয়ে স্থানীয় লোকজনদের কাছে পানিতে পড়ে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত হন। দীর্ঘদিন যাবত শিশুর মা ইয়াসমিন ও বাবা সুজন খানের সাথে মামলা চলমান রয়েছে।

সেই ঘটনাটি পুঁজি করে শিশুর বাবা ও তার দাদা ইউসুফ খান পানিতে পড়ে মৃত্যুর ঘটনাটি হত্যা কান্ড বলে আখ্যায়িত করে থানায়  অভিযোগ করেন।  পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে পানিতে পড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। শিশুটির লাশ ময়না তদন্ত করার জন্য পুলিশ থানায় নিয়ে আসে।
 
শিশুর খালা মাছুমা বেগম ও নানি রানী বেগম জানান, দুপুরে হঠাৎ করে শিশুটি নিখোঁজ হয়,পরে জানা যায়, খালের পাড়ে ঘাটলায় গিয়ে পানিতে পড়ে যায়। স্থানীয় পথচারীরা ভাসতে দেখে তাকে উদ্ধার করে খবর দেয়। পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
 
এ বিষয়ে এসআই মফিজুল জানান,পানিতে পড়ে শিশুর মৃত্যু হয়েছে  বলে  এলাকার সবাই সাক্ষ্য দিয়েছে। তবে শিশুর দাদা ও বাবা যেহেতু অভিযোগ করেছেন তাই শিশুটিকে ময়না তদন্ত করা প্রয়োাজন।  পরবর্তীতে যদি কেউ  মামলা করে। তাতে হয়রানি করার আশংকা রয়েছে,সেহেতু ময়না তদন্ত হলে ভাল হবে।

সর্বাধিক পঠিত