• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জের ইউএনও’র মুঠোফোন নাম্বার ক্লোন

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০১৯, ১৪:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মুঠোফোন নাম্বারটি আবারো ক্লোনের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় ইউএনও মোঃ আলী আফরোজের ফেসবুক পেজে একটি খুদে বার্তায় তিনি জানান, তার মুঠোফোন নাম্বার (০১৭৩০০৬৭০৬২) টি ক্লোন করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজারসহ বেশ কিছু লোককে ডেল জিনিসপত্র ক্রয়ের জন্যে খরচ হিসেবে অর্থ দাবি করা হচ্ছে। তাই সকলকে সাবধান হওয়ার জন্যে তিনি অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজ ছুটিতে থাকার কারণে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন জানান, সোমবার বিকেল থেকেই ইউএনও’র সরকারি মুঠোফোন নাম্বারটি ক্লোন করে কম্পিউটারসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দেয়ার নামে অর্থ দাবি করা হয়। কিন্তু আমি ইউএনও’র দায়িত্বে থাকার বিষয়টি অনেকেরই জানা থাকায় তাৎক্ষণিক সকলেই ফোন ব্যাক করে। ফলে অনেকেই বিষয়টি প্রতারণা বলে নিশ্চিত হন। দ্রুত তিনি বিষয়টি ঊধ্বর্তন কর্মকর্তাসহ সকলকে জানান এবং ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে কয়েক মাস পর পর স্থানীয় এমপি, ইউএনও, পিআইওসহ সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা লোকজনের মুঠোফোন নাম্বার ক্লোনের ঘটনা ঘটছে। কিন্তু এদের চিহ্নিত করতে না পারায় প্রতারণার শিকার হতে হচ্ছে লোকজনকে।

 

সর্বাধিক পঠিত