• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রতারণা করে আড়াই লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার দেড় ঘণ্টার মাথায় আসামী আটক

প্রকাশ:  ০৫ এপ্রিল ২০১৯, ১২:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে রিয়েল প্রতারক চক্রের ১ সদস্যকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৩ এপ্রিল বিকেলে। জানা যায়, চাঁদপুর সদর উপজেলার উত্তর রঘুনাথপুর গ্রামের কাজী বাড়ির কাজী মোঃ সাহাবুদ্দিনের ছেলে কাজী মোঃ মাসুদ (৪০) গত ২ এপ্রিল ঢাকা থেকে ইমাম হাসান লঞ্চযোগে চাঁদপুরে আসেন। লঞ্চে প্রতারক চক্রের সদস্য গোপালগঞ্জের মোকসেদপুর থানার মালিক শ্রীরামপুর গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে রফিক মোল্লা টুকুর (৩৫) সাথে লঞ্চে তার পরিচয় হয়। কাজী মোঃ মাসুদ ক’দিনের মধ্যে সৌদি আরবের যাওয়ার কথা। সে সুবাদে রফিক মোল্লা টুকুর সাথে পরিচয় হওয়ার পর কাজী মোঃ মাসুদ সৌদি আরব যাওয়ার জন্যে কীভাবে রিয়েল সংগ্রহ করা যায় এ বিষয়ে আলোচনা করেন। তখন রফিক মোল্লা মাসুদকে রিয়েল সংগ্রহ করে দেয়ার প্রতিশ্রুতি দেয়। এ প্রতিশ্রুতিতে দুজনে মোবাইল নাম্বার আদান-প্রদান করে।
গত ৩ এপ্রিল বুধবার রফিক মোল্লা টুকু কাজী মাসুদকে মোবাইল করে ১২ হাজার রিয়েল তার কাছে রয়েছে বলে জানায়। দুপুর ২টার মধ্যে ওই রিয়েল নেয়ার জন্যে ২ লাখ ৬০ হাজার টাকা বাবুরহাটে নিয়ে আসতে বলে। রফিকের কথা মতো কাজী মাসুদ ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে সৌদির ১২ হাজার রিয়েল আনতে বাবুরহাট-মতলব রোডের মাথায় গেলে তার কাছ থেকে রফিক মোল্লা ও অপর দুই সহযোগী টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক কাজী মাসুদ চাঁদপুর মডেল থানাকে অবহিত করলে থানার উপ-পরিদর্শক মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় সদস্যসহ কাজী মোঃ মাসুদকে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। বিকেল অনুমান সাড়ে ৩টায় পুলিশ চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে এ প্রতারক চক্রকে আটকের জন্যে ওঁৎ পেতে থাকে। আর এ সময় কাজী মোঃ মাসুদ লঞ্চঘাট এলাকায় প্রতারক রফিক মোল্লাকে দেখতে পায়। তখন পুলিশ রফিক মোল্লাকে আটক করে তার ব্যাগ তল্লাশি করে নগদ ১ লাখ ৮৬ হাজার ২শ’ ৪০টাকা উদ্ধার করে। একই সাথে তার ব্যাগ থেকে রিয়েল সাজানো বিভিন্ন পত্রিকার টুকরো ও একটি হুইল সাবান উদ্ধার করে। এ কাগজের টুকরোকে রিয়েল বলে কাজী মোঃ মাসুদের কাছ থেকে প্রতারণা করে ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জসিম উদ্দিন জানান, আটক রফিক মোল্লা রিয়েল প্রতারক চক্রের প্রধান হোতা। তার সাথে লঞ্চে কাজী মোঃ মাসুদের পরিচয় হয়। এ প্রতারক চক্র শুধু চাঁদপুর নয়, দেশের বিভিন্ন জেলাতে একইভাবে কাগজের ভেতর সাবান পেঁচিয়ে রিয়েলের বান্ডেল তৈরি করে প্রতারণা করে থাকে। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় প্রতারণা ও ছিনতাই মামলা করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুই আসামীকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বাধিক পঠিত