• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কক্সবাজারের এক মাদক ব্যবসায়ীকে চাঁদপুর আদালতে ১০ বছরের কারাদন্ড

প্রকাশ:  ০৩ এপ্রিল ২০১৯, ১৩:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মোস্তফা কামাল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদ- দিয়েছে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত। গতকাল ২ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন এ রায় দেন। দ-প্রাপ্ত মোস্তফা কামাল কক্সবাজার জেলার উখিয়া থানার ফায়ের বিল এলাকার আহম্মেদ কবিরের ছেলে। আসামী বর্তমানে পলাতক রয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ২ জুন ফরিদগঞ্জ থানার বাসস্ট্যান্ড এলাকার চায়ের দোকান থেকে মোস্তফা কামালকে ১ হাজার ৯শ’ ৮৫ পিচ ইয়াবাসহ পুলিশ আটক করে। সে এ ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে ফরিদগঞ্জ এলাকায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইকবাল হোসেন একই বছরের ৩০ জুন তদন্ত শেষে আদালতে মোস্তফা কামালের বিরুদ্ধে চাজশীর্ট দাখিল করেন।
সরকার পক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডঃ আমানউল্লা জানান, আদালত সাক্ষ্যপ্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে আসামীকে ১০ বছরের সশ্রম কারাদ- প্রদান করে। রায়ের সময় আসামী পলাতক ছিলো।
সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন অ্যাডঃ মোক্তার আহমেদ অভি। আসামী পক্ষের আাইনজীবী ছিলেন অ্যাডঃ আবদুল মান্নান খান মহিন।
 

সর্বাধিক পঠিত