• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজার ফাঁড়ি পুলিশের ১০ মণ জাটকা ইলিশ জব্দ ॥ আটক ১

প্রকাশ:  ৩০ মার্চ ২০১৯, ১১:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পুরাণবাজার ফাঁড়ি পুলিশের জাটকা ইলিশ রক্ষা অভিযান অব্যাহত রয়েছে। তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২৭ মার্চ রাত ২টায় হানারচর ইউনিয়নের হরিণাবাজার এলাকা থেকে পাচারকালে প্রায় দশ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় পাচারকারী মোঃ কুদ্দুস (৩০) নামে এক মৎস্যজীবীকে আটক করা হয়েছে।
পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহিদুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে হরিণাবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হরিণাবাজারের পেছন থেকে ৬টি প্লাস্টিকের ড্রামের মধ্যে প্যাকিং অবস্থায় এসব জাটকা জব্দ করা হয় এবং কুদ্দুস (৩০) নামে একজনকে আটক করা হয়। জানা গেছে জব্দকৃত জাটকা ইলিশগুলো সিএনজি স্কুটার ও পিকআপ ভ্যান যোগে পাচারের প্রস্তুতি চলছিলো। আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।