গাজীপুরে ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ব্যবসায়ীর বাড়ি লুট
গাজীপুরের শ্রীপুরে ব্যাংক কর্মকর্তা পরিচয়ে এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকার মেহেদী হাসান খোকনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীর স্ত্রী তাহমিনা আক্তার জানান, তারা পাঁচ তলা বাড়িটির তৃতীয় তলায় থাকেন। রাত আটটার দিকে ১০ জন লোক ব্যাংক কর্মকর্তা পরিচয়ে দরজায় শব্দ করে। দরজা খোলামাত্র তারা ভেতরে ঢুকে পিস্তল দেখিয়ে জিম্মি করে ফেলে। পরে ডাকাত দল মোবাইল ছিনিয়ে নিয়ে ড্রয়ারের চাবি, টাকা ও স্বর্ণালংকার বের করে দিতে বলে। এতে বাধা দিলে হাত-মুখ বেঁধে দুই শিশুসহ তাকে আটকিয়ে রাখে।
এরপর তারা নগদ দুই লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। যাওয়ার সময় বাইরে থেকে দরজা আটকিয়ে দেওয়া হয়। ব্যবসায়ী খোকন বলেন, তার ছেলে প্রাইভেট থেকে এসে দরজা আটকানো দেখে। পরে আশপাশের লোকজন ডেকে এনে দরজা খুলে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।