• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আল-আমিন হত্যাকাণ্ডের প্রধান আসামী সজীব মাঝি জেল হাজতে

প্রকাশ:  ৩০ জুলাই ২০২৪, ০৮:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের পুরাণবাজারের আলোচিত আল-আমিন হত্যাকাণ্ডের প্রধান আসামী সজীব মাঝির জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে সজীব মাঝি আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানো হয়। এদিকে এই হত্যা মামলায় মহামান্য হাইকোর্ট থেকে ৩ সপ্তাহের আগাম জামিনে ছিলেন সজীব মাঝি। গত ১১ জুন এলাকায় আধিপত্য বিস্তার ও উপজেলা পরিষদের নির্বাচন-পরবর্তী সহিংসতায় পুরাণবাজারের নিতাইগঞ্জ ও মেরকাটিজ রোড এলাকার দু গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায় অটোরিকশা চালক আল-আমিন খান। এছাড়া তিন পুলিশ কর্মকর্তাসহ প্রায় ৩০ জন আহত হয়।
এ ঘটনায় নিহতের বাবা আবদুল মজিদ খানের দায়ের করা মামলার এজাহারে পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, তার বড় ছেলে রাকিব মাঝি ও সজীব মাঝিসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়।
এদিকে আল-আমিন হত্যাকাণ্ডের প্রধান আসামী সজীব মাঝিকে জেল হাজতে প্রেরণ করায় নিহতের পিতা আবদুল মজিদ খান শোকরিয়া জ্ঞাপন করেছেন এবং বাকি আসামিদের গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সন্তান হত্যার বিচার চেয়েছেন তিনি।