• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

এপ্রিল মাসে জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫৩ মামলায় আটক ১৮৭

প্রকাশ:  ১৩ মে ২০১৯, ১৪:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

এপ্রিল মাসে চাঁদপুর জেলা পুলিশ প্রশাসনের মাদক বিরোধী অভিযানে ১৫৩টি মামলা হয়েছে এবং আটক হয়েছে ১৮৭ জন। রোববার ১২ মে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম তাঁর বক্তব্যে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগের মাসটি আমাদের ভাল যায়নি। তবে এপ্রিল মাসে আমাদের মাদক বিরোধী কার্যক্রম জোরদার ছিল। এ কারণে অন্যান্য মাসের তুলনায় অপারেশন বেশি হওয়ায় মামলা ও আটক বৃদ্ধি পেয়েছে ।  এই অগ্রগতির ধারা আমরা ধরে রাখবো।
এসপি জানান, আমাদের টার্গেট রয়েছে অধিকাংশ মাদক কারবারিকে সারেন্ডারের আওতায় নিয়ে আসা। সেই কার্যক্রম অব্যাহত আছে। আশা করছি আগামী মাসে এ ব্যাপারে প্রোগ্রাম করা হবে এবং বেশ কিছু মাদক বিক্রেতাকে সারেন্ডারের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।