• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২
  • ||
  • আর্কাইভ

দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে : আজম খান

প্রকাশ:  ১৬ আগস্ট ২০২৫, ১৫:০১
নিজস্ব প্রতিনিধি
প্রিন্ট
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খান চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে গনসংযোগ ও বিভিন্ন নেতাকর্মীদের কবর জিয়ারত করেছেন। শুক্রবার (১৫ আগস্ট) বাদজুম্মা প্রথমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা আশিকাটি ইউনিয়নের চাঁদখার দোকান খান বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করেন। এসময় বিএনপি নেতা আজম খান বলেন, গত শাসনামলে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নামে কোনো একটি দূর্নীতি পায়নি সরকার। গত ১৬ বছরে কোথাও শেখ হাসিনা সরকার তারেক রহমানের একটি ব্যাংক একাউন্ট পায়নি যেখানে তারেক রহমানের নামে অবৈধভাবে অর্থ। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে কোনো দূর্নীতি না থাকা সত্ত্বেও তাদেরকে অনেক অপবাদ অপদস্থ করা হয়েছিল। আজম খান আরো বলেন, আমি চাঁদপুর-৩ আসনে দলের একজন মনোনয়ন প্রত্যাশী, আরো একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে।  কারণ ব্যক্তির চেয়ে দলকে সবার আগে প্রাধান্য দিতে হবে। এসময় নামাজ শেষে সকলের জন্য দোয়া ও মিলাদ পড়া হয়েছে। পরে তিনি আশিকাটি ইউনিয়নের বিভিন্ন রোড়ে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ খান ও সাবেক ছাত্রনেতা এমদাদুল হক মিলনসহ স্থানীয় বিএনপি ওসহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বাধিক পঠিত