• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ:  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ের হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫ সকাল থেকে দুপুর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনে জেলা কার্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। চাঁদপুর ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা দায়রা জজ আদালতের আইন কর্মকর্তা এডভোকেট শাহাজান খান, বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট আবু তাহের মেজবাহ।
অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার কোরআনে হাফেজ ও মসজিদের ইমামগণ সহ ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী কোন উপস্থিত ছিলেন।

এ সময় অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন, পবিত্র কোরআনের আইন অনুযায়ী দেশ পরিচালনা করলে,  ইসলামী শাসনব্যবস্থার আওতায় আসবে। এটি মূলত ইসলামিক শরিয়া আইন বা ভিত্তিক আইন ব্যবস্থার উপর ভিত্তি করে পরিচালিত হবে। কোরআন ও হাদিসের নির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে সমাজে ন্যায়, সুবিচার, সমতা, সহানুভূতি এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে।

বিচার ব্যবস্থা হবে অত্যন্ত ন্যায়পরায়ণ ও পারদর্শী, যেখানে মানুষকে তার অপরাধের জন্য সঠিক শাস্তি দেয়া হবে এবং নিরপরাধীদের অধিকার রক্ষা করা হবে।
সম্পদ সমানভাবে বিতরণ করতে হবে, দরিদ্রদের সহায়তা প্রদান করা হবে এবং ঋণ ও অর্থনৈতিক দুর্নীতি থেকে সুরক্ষা নিশ্চিত করা হবে।
অন্যান্য ধর্মের মানুষদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা, তবে তাদের সাথে সুবিচার ও সমানাধিকার বজায় রাখা হবে।

অপরাধমূলক কাজ যেমন চুরি, হত্যাকাণ্ড, মদপান ইত্যাদি অপরাধের জন্য নির্দিষ্ট শাস্তি নির্ধারণ করা হয়েছে। তবে এসব শাস্তি সমাজে সতর্কতা ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।
পরিশেষে হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

সর্বাধিক পঠিত