• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানকে শোকজ

প্রকাশ:  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদরে বিশাল গাড়িবহর নিয়ে  শোভাযাত্রা করার কারণে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ আফ্রিকা বিএনপির প্রধান উপদেষ্টা মো. আজম খানকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫)   বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে শোকজের চিঠি পাঠানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, মো. আজম খান  আপনি আপনার এলাকায় বিশাল গাড়িবহর নিয়ে শোভাযাত্রা করেছেন, যা সম্পূর্ণরুপে দলের সিদ্ধান্তের পরিপন্থী। দলের একজন দায়িত্বশীল নেতা হয়ে দলীয় সিদ্ধান্তের বিষয়ে অমনোযোগী ও উদাসীন থাকা নিঃসন্দেহে আপনার দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক। সুতরাং আপনার বিরুদ্ধে কেন শান্তিমূলক ব্যবস্থাগ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী  দুদিনের মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্যে আপনাকে নির্দেশ প্রদান করা হলো। বিষয়টি অতীব জরুরি।

উল্লেখ্য, গত শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কযোগে মতলব- বাবুরহাট হয়ে শহরে বিশাল গাড়ির বহর নিয়ে শোভাযাত্রা করেন বিএনপির ওই নেতা আজম খান। পরে হাসান আলী হাই স্কুল মাঠে পথসভায় বক্তব্য রাখেন।

সর্বাধিক পঠিত