• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে ক্যাবের মানববন্ধন

প্রকাশ:  ০৩ ডিসেম্বর ২০২৪, ২০:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দেশে আলু, পেঁয়াজ, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর শহরের রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদের সামনে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা শাখা। ৩ ডিসেম্বর সোমবার বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  জেলা ক্যাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ বিপ্লব সরকারের পরিচালনায় জেলা ক্যাবের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মজিবুর রহমানের সভাপতিত্বে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, ক্যাবের পক্ষ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ৮ দফা দাবি উপস্হাপন করা হয়। ক্যাবের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন চাঁদপুরের সর্বস্তরের জনগণ। বিগত সরকারের সময়ে সিন্ডিকেটের সঙ্গে জড়িত মুনাফাভোগীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় বাজারে অস্থিরতা কমছে না। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে বাজারে শৃঙ্খলা ফিরবে না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে স্বৈরাচার সরকারের যদি পতন হতে পারে, তাহলে সিন্ডিকেট কেন ভাঙবে না? এ বিষয়ে প্রশাসনের জোরালো পদক্ষেপ নিতে হবে।তাহলে  ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরে আসবে । ভরা মৌসুমেও আলু-পেঁয়াজের দাম চড়া। খোলা ভোজ্যতেল বিক্রি নিষিদ্ধ থাকলেও বাজারে তা পাওয়া যাচ্ছে। ডিমের বাজার বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের হাতে জিম্মি। তারা ইচ্ছামতো দাম বাড়াচ্ছে। এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এ বিষয়ে আইন আছে, কিন্তু তার সঠিক বাস্তবায়ন নেই। এর কারণে আজ বাজারে শীতকালীন শাক সবজির বাজারও অস্থির ।

অন্য বক্তারা বলেন, উৎপাদিত নতুন আলু কৃষক কম দামে বিক্রি করলেও হিমাগার পর্যায়ে আলুর দাম এখনো বেশি। এ কারণে খুচরা বাজারেও পণ্যটির দাম কমেনি। হিমাগার পর্যায়ে স্থানীয় প্রশাসনের কঠোর তদারকি না থাকায় আলুর দাম কমানো সম্ভব হচ্ছে না। এ ছাড়া শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পণ্যটির দাম কমার কথা থাকলেও সিন্ডিকেটের কারণে ভোক্তারা সে সুফল পাচ্ছেন না।

বক্তব্য রাখেন জেলা ক্যাবে সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন, সহ-সভাপতি সেলিম পাটোয়ারী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড.কাজী হাসেম, জেলা ক্যাব সদস্য আবুল বাশার মজুমদার, বাসুদেব মজুমদার, ইঞ্জিনিয়ার আলমগীর পাটোয়ারী সভাপতি সনাক চাঁদপুর , সনাক এরিয়া কো অর্ডিনেটর মাসুদ রানা ও রাজন চন্দ্র দেসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।