• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মহানবী (সঃ)কে কটূক্তি করার প্রতিবাদ বিক্ষোভ

প্রকাশ:  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হিন্দু পুরোহিত কর্তৃক মহানবী (সঃ)কে নিয়ে কটূক্তি এবং বিজেপি নেতা নীতেশ রানে ও রামগিরি মহারাজ কর্তৃক সমর্থন করার প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে বহরিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে  বিক্ষোভ মিছিল বের করা হয়।
রোববার আসর বাদ বহরিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে লক্ষ্মীপুর বড় বাড়ির মোড় হয়ে বহরিয়া বাজার ব্রিজে এসে মিছিলটি শেষ হয়। তারপর প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশ ও হেফাজতে ইসলাম চাঁদপুর জেলার সিনিয়র সহ-সভাপতি মাওঃ আবুল কাসেম মোঃ আব্দুল বাকী। আরো বক্তব্য রাখেন
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নূরু ভূঁইয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ফয়েজ আহমেদ বেপারী, বহরিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওঃ তৈয়বুর রহমান, বাংলাদেশ হেফাজতে ইসলামের সদর উপজেলা  শাখার সহঃ প্রচার সম্পাদক মাওঃ শরিফুল ইসলাম, সদর উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি নূরে আলম, হেফাজত ইসলামের পৌর শাখার সেক্রেটারি মুফতি তারেক হাসান, বহরিয়া বাজার জামে মসজিদের খতিব মাওঃ জুবায়ের আহমেদ। খেলাফত ছাত্র মজলিস জেলা শাখার সদস্য হাফেজ ইসমাঈল রায়হানের সঞ্চলনায় বহু আলেম ওলামা, বাংলাদেশ খেলাফত মজলিস ও হেফাজত ইসলামের নেতৃবৃন্দ এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ উক্ত মিছিল ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

 

সর্বাধিক পঠিত