• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন উজ্জ্বল হোসাইন

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ | আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন উজ্জ্বল হোসাইন। তিনি ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া থেকে এই ডিগ্রি অর্জন করেছেন। তিনি উক্ত ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে দুই বছর মেয়াদী এ ডিগ্রি অর্জন করেন। এতে তিনি ৬৬ ক্রেডিটে ২৩টি বিষয়ে অধ্যায়ন করে মেধা তালিকার জিপি ৩.২৭ পেয়ে উত্তীর্ণ হন। এই ডিগ্রি অর্জনে তিনি ২০২২ সালে ফল সেমিস্টারের ভর্তি হয়ে ২০২৪ সালে সামারে এসে কোর্স সম্পন্ন করেন। তাঁর এ সাফল্যের জন্য বাবা-মা, পরিবার, ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি, বিভাগী প্রধান মোহাম্মদ ওমর ফারুক স্যার, ডীন মোবারক হোসেন স্যার, তমিজ উদ্দিন স্যার, আলী আসগর স্যার, মাইমুন বারিদ স্যারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জনাব উজ্জ্বল হোসাইন পেশাগত জীবনে একজন আইটি কর্মকর্তা। এছাড়াও লেখক, সংগঠক ও সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।  ১৯৮৩ সালের ১০ আগস্ট চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মুসলিম পরিবারে মাঝি বাড়িতে জন্মগ্রহণ করেন।

তিনি ঐতিহ্যবাহী চাঁদপুর রোটারী ক্লাবের ২০২৩-২৪ রোটারী বর্ষের সেক্রেটারী। বাঙালি সংস্কৃতি মঞ্চ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, নটমঞ্চের সাধারণ সম্পাদক, চাঁদপুর যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রত্যয় সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর রোটারী ক্লাবের যুব সংগঠন চাঁদপুর রোটারেক্ট ক্লাবের সাবেক সভাপতি (২০১৩-১৪), শিশু থিয়েটার চাঁদপুরের সাবেক সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর কন্ঠ বিতর্ক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, চাঁদপুর বিতর্ক আন্দোলনের সাবেক এলিট সদস্য, সাবেক সহ-সভাপতি কালের কণ্ঠ শুভ সংঘ, প্রচার সম্পাদক চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভূমি সংক্রান্ত এসিজি গ্রুপের সমন্বয়ক, চাঁদপুর সাহিত্য একাডেমীর সাধারণ সদস্য এবং অনলাইন সাংবাদিক ফোরামের কার্যকরী সদস্য। এভাবে তিনি বহু সংগঠনের মাধ্যমে নিজেকে একজন সংগঠক ও সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করে চলেছেন।

তিনি আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ১৯৯৯ এসএসসি পাস করেন, চাঁদপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি, স্নাতক (বিএসসি) ডিগ্রি অর্জন, চাঁদপুর ল’ কলেজ থেকে ব্যাচেলর অব ল’ ডিগ্রি এবং সাউথ এশিয়া ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট থেকে গণমাধ্যম ও সাংবাদিকতা মাস্টার্স কোর্সে অধ্যায়নরত আছেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ডাটাবেজ প্রোগ্রামিং কোর্স সম্পন্ন করেন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন কোর্স সম্পন্ন করেন।

দক্ষতা উন্নয়নের জন্য তিনি রোটারী ইন্টারন্যাশনাল থেকে অনলাইনের মাধে ৫০টির বেশি কোর্স সম্পন্ন করেন। এছাড়া রোটারী বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা ভ্রমণ করেন। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্লানিং, ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিট্রেশনের উপর ৭ দিনব্যাপী কর্মশালা সম্পন্ন করেন।

জনাব উজ্জ্বল হোসাইন বর্তমানে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে আইটি অফিসার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও চাঁদপুরের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ‘দৈনিক চাঁদপুর কন্ঠে’র (https://chandpurkantha24.com) সিস্টেম ডেভলপার ও স্টাফ রিপোর্টার, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বাংলা ৭১ (www.dbangla71.com)-এর জেলা প্রতিনিধি, ব্রেকিং নিউজ24.com (bnbd24.net)-এর জেলা প্রতিনিধি, উত্তরাধিকার 71 নিউজ (www.u71news.com)-এর জেলা প্রতিনিধি, চাঁদপুর পোস্ট অনলাইন (https://chandpurpost.com)-এর নির্বাহী সম্পাদক, বাংলাদেশের অন্যতম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অরেঞ্জ বিডি লিমিটেড চাঁদপুর শাখার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সম্প্রতি প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল রূপসী বাংলা টুয়েন্টিফোর ডটকম (http://www.ruposhibangla24.com)-এর সম্পাদক।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী নাছরিন আক্তার চাঁদপুর সরকারি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর  ডিগ্রি অর্জন করেছেন। তার স্ত্রী উদয়ন শিশু বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

তিনি দেশের প্রথম ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের “ইলিশের বাড়ি চাঁদপুর” নামক ব্র্যান্ড বুকের গ্রাফিক্স ডিজাইনার এছাড়াও তিনি চাঁদপুর রোটারী ক্লাবের বিগত ১১ বছর যাবৎ অভিষেক স্মরণীকা ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের বার্ষিকী প্রতিবেদনের সবগুলো প্রতিবেদন, সাবেক জেলা প্রশাসক জনাব আব্দুস সবুর মন্ডলের কর্মকালীন সময়ে (২০১৫-২০১৮) তাঁর কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন বইয়ে গ্রাফিক্স ডিজাইনার । তাঁর আশা ভবিষ্যতে একজন আইটি বিশেষজ্ঞ হওয়া। তিনি সেজন্যে সকলের নিকট দোয়া কামনা করেছেন।

সর্বাধিক পঠিত