• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আলহাজ্ব ডাঃ এমএ গফুরের মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশ:  ২৯ আগস্ট ২০২৪, ১২:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল চাঁদপুরের প্রতিষ্ঠাকালীন সদস্য ও দীর্ঘদিনের অবৈতনিক সাধারণ সম্পাদক, চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা রোটারিয়ান ডাঃ এমএ গফুরেএর মৃত্যুবার্ষিকী ও সমসাময়িক প্রয়াত হাসপাতালের বিভিন্ন পরিষদের সম্মানীত সদস্যগণের রুহের মাগফিরাত কামনায় মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে মিলাদ ও দোয়া করা হয়। ২৮ আগস্ট বুধবার হাসপাতালে এ দোয়া ও মিলাদের অনুষ্ঠিত হয়েছে।
একাধিক হাফেজে কোরআনের সমন্বিত পবিত্র কোরআন পাঠের মাধ্যমে কোরআন খতমের পর দোয়া মোনাজাত শেষে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে সকলের উপস্থিতিতে চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গৌর-এ-গরিবা পৌর কবরস্থানে গিয়ে কবর জিয়ারত পূর্বক দোয়া করা হয়।

এতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত