• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাইমচর বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

প্রকাশ:  ২৫ মার্চ ২০২৪, ১০:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাইমচরের বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)। ২৩ মার্চ শনিবার এই তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন তিনি।  
এ সময় পুলিশ সুপার বাহেরচর তদন্ত কেন্দ্রের চারপাশের পরিবেশ, ব্যারাক, অফিস সমূহ ও দাপ্তরিক কার্যক্রমাদি পরিদর্শন শেষে সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন, বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্রে আগত সেবা প্রত্যাশীদের যথাযথ আইনি সহায়তা প্রদান, প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সাথে জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করার প্রতি তিনি আহ্বান জানান।
এ সময় পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, হাইমচর থানার অফিসার ইনচার্জ, বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।