নির্বাচন কমিশনার আনিছুর রহমানের বোনের ইন্তেকাল
বাংলাদেশ নির্বাচন কমিশনার আনিছুর রহমানের মেজো বোন, চাঁদপুর পৌরসভার সাবেক তিনবারের কমিশনার, বীর মুক্তিযোদ্ধা মরহুম নূর মোহাম্মদ বকাউলের সহধর্মিণী মোসাম্মৎ আনজুমান আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। ১৯ জানুয়ারি শুক্রবার রাতে ঢাকা পিজি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
মরহুমার বড় ছেলে স্বপন বকাউল জানান, আমার মা শারীরিকভাবে ভালোই ছিলেন। হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঢাকা পিজি হাসপাতালে ১২দিন আইসিসিইউতে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাত সাড়ে ১০টার সময় মারা যান। শনিবার সকাল ১১টার সময় মরহুমার জানাজার নামাজ তার নিজ বাড়ি চাঁদপুর শহরের পুরাণবাজার পশ্চিম শ্রীরামদী বকাউল বাড়ি আল হাফসা দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে স্বামী বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ বকাউলের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। জানাজার নামাজে এবং দাফন অনুষ্ঠানে বাংলাদেশ নির্বাচন কমিশনার আনিছুর রহমান ছাড়াও চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল হোসেন, জেলা প্রশাসকের প্রতিনিধি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, আওয়ামী লীগ নেতা অ্যাডঃ জসিম উদ্দিন পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালি, পৌর বিএনপি নেতা নজরুল ইসলাম শেকুল, ব্যবসায়ী রফিকুল ইসলাম বেপারী, আঃ হালিম বেপারী, মোস্তফা মাল, লঞ্চঘাট সুপারভাইজার কালু বকাউল এবং মরহুমার বিভিন্ন পর্যায়ের আত্মীয়-স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। জানাজার নামাজে ইমামতি করেন এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল হাফসা দারুল কুরআন ইসলামিয়া মাদরাসার মোহতামিম মাওঃ আব্দুর রশিদ।