চাঁদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
চাঁদপুর জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিজয়ের ৫২তম বর্ষপূর্তি তথা ৫৩তম মহান বিজয় দিবস ২০২৩ পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার ভোর ৬টা ৩৪ মিনিটে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ পাদদেশে। এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে হাসান আলী হাই স্কুল মাঠের দক্ষিণ দিকে রেলওয়ে লেকে অবস্থিত ‘অঙ্গীকারে’ প্রথমেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এরপর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌর মেয়র, জেলা আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। তিনি চাঁদপুরবাসীর উদ্দেশ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরেন। এ সময় পুলিশ সুপারসহ প্রশাসনিক কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করেন। এছাড়াও দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা, মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাসহ অন্যান্য সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া/প্রার্থনা, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, অতঃপর বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। বিকেলে জেলা প্রশাসন ও পৌরসভার মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ এবং চাঁদপুর সরকারি মহিলা কলেজে নারীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন হয়। এভাবে আড়ম্বরপূর্ণভাবে মহান বিজয় দিবস পালিত হয়।
এছাড়াও সকল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়।