• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন তসলিম আহমেদ

প্রকাশ:  ২০ নভেম্বর ২০২৩, ০৯:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ জিএস তসলিম আহমেদ। ১৯ নভেম্বর রোববার থেকে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ড. মাসুরা বেগমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
জানা যায়, উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় চলতি মাসের প্রথমদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য স্থানীয় সরকার বিভাগের বরাবর আবেদন করেন।
এর প্রেক্ষিতে পদটি শূন্য ঘোষণা করা হয়। নতুন চেয়ারম্যানের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত অস্থায়ী (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হিসেবে জিএস তসলিম আহমেদ দায়িত্ব পালন করবেন জানিয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ডক্টর মাসুরা বেগমের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
এ প্রসঙ্গে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহ্মেদ বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।