• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশ:  ২৫ অক্টোবর ২০২৩, ১০:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জে গভীর নলকূপ স্থাপন কাজে নিয়োজিত মোয়াজ্জেম হোসেন (২০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রাম থেকে ২৪ অক্টোবর মঙ্গলবার লাশ উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর প্রেরণ করা হয়েছে। মোয়াজ্জেম হোসেন বরগুনা জেলার তালতলী উপজেলার দক্ষিণ নলবলিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মোয়াজ্জেম হোসেনসহ ১১ জনের একটি গ্রুপ পশ্চিম লাড়ুয়া গ্রামে গভীর নলকূপ স্থাপনের কাজ করছিল। ২৪ অক্টোবর মঙ্গলবার ভোরে রাত্রিকালীন কাজ শেষ করে অন্য সকলের মতো সেও ওই গ্রামের বাদশা শেখের বারান্দায় নির্ধারিত ঘরে ঘুমাতে যায়। কিছুক্ষণ পর ওই গ্রুপের এক শ্রমিক এসে ঘরের দরজা জানালা বন্ধ দেখে ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিকের সহায়তায় দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরের আড়ার সাথে গলায় গামছা পেচাঁনো ঝুলন্ত অবস্থায় মোয়াজ্জেমের মরদেহ দেখতে পায়।
সংবাদ পেয়ে থানা পুলিশের এসআই আবেদ আলী ২৪ অক্টোবর মঙ্গলবার লাশ উদ্ধার করে চাঁদপুর প্রেরণ করেন। ফরিদগঞ্জ থানার  অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বাধিক পঠিত