• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শিক্ষামন্ত্রীর পক্ষে প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝির বস্ত্র বিতরণ

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০২৩, ১০:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষে বস্ত্র বিতরণ করেছেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আলী মাঝি। তিনি গতকাল ২২ অক্টোবর রোববার অষ্টমী পূজার দিন সকালে চাঁদপুর পুরাণবাজার নিতাইগঞ্জ সার্বজনীন পূজা মণ্ডপে অসহায়দের মাঝে এই বস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, শিক্ষামন্ত্রী চাঁদপুরের উন্নয়নে অনেক কাজ করেছেন। আর তা করতে গিয়ে কখনো সাম্প্রদায়িকতাকে প্রাধান্য দেননি। তিনি সকল সম্প্রদায়ের উৎসবেই সকলের খোঁজ খবর নিয়েছেন। তিনি মনে করেন ধর্ম যার যার উৎসব আমাদের সকলের। এজন্যেই আমাদের ঈদ উৎসবে সনাতন সম্প্রদায়ের লোকজন উপস্থিত হন। আমরাও তাদের পূজা পার্বনে উপস্থিত থাকি এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চেষ্টা করি। আমাদের মাঝে বিরাজমান এই ভ্রাতৃত্ববন্ধন যাতে কোনোভাবেই ছিন্ন না হয় তা সকলকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আমাদের সকলের। তাই তিনি মনে করেন উৎসবে তারও কিছু করণীয় রয়েছে। তাই পূজার আনন্দ থেকে যাতে কেউ বঞ্চিত না হন সেদিকে লক্ষ্য রেখে তিনি বস্ত্র বিতরণের ব্যবস্থা নিয়েছেন। বিভিন্ন পূজা মণ্ডপে তা বিতরণ করা হবে। প্যানেল মেয়র মোঃ আলী মাঝি ডাঃ দীপু মনির জন্য দোয়া কামনা করেন।
বস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন নিতাইগঞ্জ সার্বজনীন পূজা মণ্ডপের সভাপতি বিপ্লব কুমার সাহা, সহ-সভাপতি বিটু দাস, সাধারণ সম্পাদক বাপ্পি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল সাহা, কোষাধ্যক্ষ শ্যাম সুন্দর সাহা, সদস্য শ্রীরুপ বর্মন, শিবু সাহা, জগন্নাথ শীল, নিতাইগঞ্জ সার্বজনীন মন্দির কমিটির সভাপতি অসীম মিশ্র, সাধারণ সম্পাদক আশীষ দেবনাথ, উপদেষ্টা ডাঃ পার্থ সারথী দে, সাধন সাহা, রাম চন্দ্র দে, রামু সাহা, অধ্যাপক সমীরণ ঘোষ, শিশির সাহা, ডাঃ পীযুষ সাহা, ডাঃ শর্মিষ্ঠা প্রমুখ।

 

সর্বাধিক পঠিত