শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রামকৃষ্ণ আশ্রমে প্রধানমন্ত্রীর বস্ত্র বিতরণ
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গরীব-দুঃখী অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
গতকাল ১৬ অক্টোবর সোমবার সকাল ১১টায় চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে আশ্রমের সাধু সন্ন্যাসী, রাজনৈতিক নেতা, কর্মী ও জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দসহ সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে বস্ত্র বিতরণকালে সুজিত রায় নন্দী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এই উৎসব প্রাণবন্ত করার জন্যে গরীব-দুঃখী অসহায় মানুষের মাঝে হাসি ফুটিয়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী আপনাদের জন্যে বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সম্প্রদায়ের মানুষকে ভালোবাসেন বলেই আসন্ন শারদীয় দুর্গোৎসবে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণের জন্যে আজকের এই আয়োজন। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হয়ে তাঁর দেয়া উপহার আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোয়া ও আশীর্বাদ করবেন, যাতে তিনি দীর্ঘজীবী হন ও সুস্থ থাকেন।
তিনি যেকোনো কিছুর বিনিময়ে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়ে আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশকারীদের কোনো ধর্ম থাকতে পারে না, এরা সমাজের শত্রু, দেশের শত্রু, আপনার শত্রু, আমার শত্রু। এদেরকে চিহ্নিত করুন, সকল কর্মকাণ্ড থেকে এদেরকে দূরে রাখুন। তিনি আরো বলেন, এই দেশ আমার আপনার সকলের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনায় এদেশ স্বাধীন করেছেন। আর তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার বাস্তবায়নে, দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশ আজ খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, প্রগতি সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে, ততদিন কোন মানুষ না খেয়ে থাকবে না, কারো খাদ্য, বস্ত্র, বাসস্থানের অভাব হবে না। তিনি শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের আর্থিক সঙ্কট দূরীকরণে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বিনামূল্যে বসতঘর বিতরণসহ অনেক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করেছেন, যা পূর্বের কোনো সরকার করতে পারেনি। তাই নিজেদের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা পুনরায় নির্বাচিত করবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। তিনি বলেন, দেবী দুর্গা মর্ত্যে আবির্ভূত হয়েছিলেন দুষ্টের দমন আর শিষ্টের লালনের জন্যে। আমরা সেই শিষ্টের রক্ষা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করবো--সার্বজনীন শারদীয় দুর্গোৎসবে এই হোক আমাদের অঙ্গীকার।
আশ্রম অধ্যক্ষ স্থিরআত্মানন্দজী মহারাজের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।
জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ চন্দ্র দাস, পৌর আওয়ামী লীগ নেতা অ্যাডঃ দেবাশীষ কর মধু, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, গোপাল জিউড় আখড়া কমিটির চির রঞ্জন রায়, বিশিষ্ট সংগঠক রিপন ভদ্র, সুজন সরকার, তিমির নাহা, শেখ শরীফ আহমেদ, টুটন মজুমদারসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষ অসহায় মানুষের হাতে শাড়ি, লুঙ্গি তুলে দেন সুজিত রায় নন্দীসহ উপস্থিত নেতৃবৃন্দ।