• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন ও ফ্রি মেডিকেল ক্যাম্পিং

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কেয়ারগিভারস হেলথকেয়ার লিঃ ও কেয়ারগিভারস ইনষ্টিটিউট অব চাঁদপুরের যৌথ উদ্যোগে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন ও ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হয়েছে। ৮ সেপ্টেম্বর শুক্রবার চাঁদপুর ওয়্যারলেস বাজার সংলগ্ন  ভূঁইয়া ম্যানশনে কেয়ারগিভারস হেলথকেয়ার লিঃ চাঁদপুর শাখা এ কার্যক্রম সম্পন্ন করেছে।

কেয়ারগিভারস হেলথকেয়ার লিঃ-এর ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ জামাল হোসেন নাহিদের সভাপ্রধানে ও দেওয়ান মোঃ ইসহাকের সঞ্চালনায় এবং কেয়ারগিভারস হেলথকেয়ার লিঃ-এর শাখা ব্যবস্থাপক রানা রায়ের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর গাজী, কেয়ারগিভারস হেলথকেয়ার লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান প্রধান, অর্থ বিষয়ক পরিচালক মোঃ শহিদুল ইসলাম,  চাঁদপুর জেলা সেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান, চাঁদপুর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের ফিজিওথেরাপিস্ট মোঃ শাকিল আহমেদ।কেয়ারগিভারস হেলথকেয়ার লিঃ এর প্রশিক্ষক ডাঃ ইসরাত জাহান সাথী প্রমুখ।

সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ফ্রি মেডিক্যাল চেক-আপ, রক্তের গ্রুপ নির্ণয়সহ প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

সর্বাধিক পঠিত