• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র আবুল খায়ের পাটওয়ারী

প্রকাশ:  ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩ | আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের আওতাধীন পূর্ব বড়ালী ও ৮নং ওয়ার্ডের কাছিয়াড়া গ্রামের প্রফেসরপাড়া সড়কে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। ৬ সেপ্টেম্বর বুধবার সকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন নিয়ে কাজ পরিদর্শন শেষে চলমান কাজের গুণগত মান সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন মেয়র। এ সময় তিনি বলেন, ফরিদগঞ্জ পৌরসভাকে ঢেলে সাজাতে উন্নয়ন কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকার সড়কের কাজ শেষ হয়েছে। দ্রুত এগিয়ে চলছে পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘ হতে উপজেলার প্রধান সড়ক পর্যন্ত কাজ, একই সাথে চলছে কাছিয়াড়া প্রফেসর পাড়ার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের কাজ। পৌরসভার উন্নয়নের এই বিশাল কর্মযজ্ঞে সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা অব্যাহত রয়েছে উল্লেখ করে মেয়র বলেন, উন্নয়ন বিষয়ে ফরিদগঞ্জ পৌরসভার মানুষ ঐক্যবদ্ধ। দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে এ পৌরসভাটিকে ঢেলে সাজাতে কাজ চালিয়ে যাচ্ছি। পৌরবাসীর সহযোগিতায় দ্রুত সময়রে মধ্যইে শেষ হবে সড়কসহ অন্যান্য কাজ।
এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা তাফাজ্জল হোসেন বরকন্দাজসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত