• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের শোক দিবস পালন

প্রকাশ:  ২০ আগস্ট ২০২৩, ০৯:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা হতে উৎখাত করতে দেশে বিদেশে চক্রান্ত চলছে। জিয়া ও মোস্তাক ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকলকে হত্যা করেছে। মোস্তাকদের প্রেতাত্মারা ষড়যন্ত্র করছে। গত শুক্রবার বিকেল ৪টায় পৌরসভার সদর নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল এমন বক্তব্য দেন। তিনি আরো বলেন, আজ আওয়ামী লীগের ঐক্যের বিকল্প নেই। বাংলাদেশের উন্নয়ন দেখে মোস্তাকদের শরীর জ্বলছে, তাই দেশে বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। যারা সাদ্দাম ও গাদ্দাফিকে হত্যা করেছে এবং ইরান, ফিলিস্তিন, ইসরায়েল, পাকিস্তান ধংস করেছে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। আওয়ামী লীগের সৈনিকেরা সকল ষড়যন্ত্র প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সিআইপি মোঃ শফিকুর রহমান ইঞ্জিনিয়ার।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন তুষারের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আঃ মান্নান বিএসসি, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল ও চৌধুরী মোস্তফা কামাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস মাধু, সূচিপাড়া দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি মোঃ আবুল বাশার, একেএম পলাশ মজুমদার ও ছাত্রলীগ নেতা সৌরভ হোসেন সৌরভ। সভায় বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

সর্বাধিক পঠিত