মতলব উত্তরে দুর্গাপুর ইউনিয়নে শোকসভা
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, উন্নয়ন ধারা অব্যাহত রাখতে এবং আগামী দিনে সুন্দর স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারি মাসেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যে যার যার জায়গা থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সামনে এগোতে হবে। আর খেয়াল রাখতে হবে বিএনপি-জামায়াত যাতে দেশে কোনো উশৃঙ্খল কিছু না করতে পারে। ১৮ আগস্ট শুক্রবার বিকেলে দুর্গাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আনন্দবাজার মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস আরো বলেন, বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্য সৃষ্টিকারী সেই মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি রাজাকার বাহিনীর দোসররা হত্যা না করতো তাহলে আমরা আরো আগেই স্মার্ট বাংলাদেশ পেতাম। বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের হাল ধরেছেন। নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ, ডিজিটাল থেকে আমরা পেতে যাচ্ছি স্মার্ট বাংলাদেশ। এই উন্নয়ন সহ্য করতে না পেরে বিএনপি-জামায়াত দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু করেছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জনগণের জানমাল হুমকির মুখে পড়তে হচ্ছে। দাঙ্গা-হাঙ্গামা করে ক্ষমতায় আসা যায় না। জনগণের ভোটে ক্ষমতায় আসতে হয়।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগকেই ক্ষমতায় আনবে জনগণ।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং আওয়ামী লীগ সিরাজ মাস্টার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালামের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরুল আমিন বোরহান প্রমুখ।
আরো বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এমএ মতিন চৌধুরী, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুজ্জামান সরকার দুলাল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা যুবলীগ নেতা জসিম উদ্দিন শ্যামল, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ওয়াছকুরুনী সরকার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনজির মেম্বার, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন, সাবেক যুবলীগ নেতা বাবুল হোসেন সরকার, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান খান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং মিলাদ দোয়া পরিচালনা করেন হাফেজ শহীদ উল্লাহ।
আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল হাশেম রিপন, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিক খন্দকার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খাজা আহমেদ, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহন, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমিন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য কালা সুজন, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।