• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

১৮ আগস্ট বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ১৬ আগস্ট ২০২৩, ২৩:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

১৮ আগস্ট শুক্রবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (সেবা) এবং মুখ্য আলোচক হিসেবে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাত হোসেন নিপু উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুক্তা পীযূষ। সঞ্চালনায় থাকবেন সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস। উল্লেখ্য, ১২ আগস্ট নতুনবাজারস্থ ডিএন উচ্চ বিদ্যালয়ে কুইজ, আবৃত্তি ও বঙ্গবন্ধুকে নিয়ে ভাষণসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের ১৮ আগস্ট শুক্রবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিযোগী ও অভিভাবকদের ওইদিন সকাল ১০টার মধ্যে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক কেএম মাসুদ ও সদস্য সচিব ফরিদ হাসান।

সর্বাধিক পঠিত