• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শিক্ষামন্ত্রী আজ চাঁদপুরে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অংশ নেবেন

প্রকাশ:  ১৫ আগস্ট ২০২৩, ২০:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আজ চাঁদপুরে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অংশ নেবেন। তিনি গতকাল সোমবার রাতে ঢাকা থেকে চাঁদপুর এসে পৌঁছেছেন। তিনি আজ সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। সকাল সাড়ে ৯টায় কলেজ মাঠ থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত শোক ্র্যালিতে অংশ নেবেন। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেল পৌনে তিনটায় তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।