• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে পানি ব্যবস্থাপনা নিয়ে দুদিনের কর্মশালা

প্রকাশ:  ০৬ জুন ২০২৩, ১১:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর অফিসের আয়োজনে চাঁদপুর সেচ প্রকল্পাধীন ফরিদগঞ্জ উপজেলার পানি ব্যবস্থাপনা সংগঠনের সদস্যদের নিয়ে অংশগ্রহণমূলক পানি ব্যবস্থাপনা, পরিচালন ও রক্ষণাবেক্ষণ এবং সেচ সার্ভিস বিষয়ে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ফরিদগঞ্জ প্রেসক্লাবে গত শনিবার ও রোববার (৪ জুন) অনুষ্ঠিত এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন স্কীম ম্যানেজার অংশগ্রহণ করেন। রোববার শেষদিনে পাউবোর উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মমিনুল ইসলাম ভূঁইয়া এবং প্রথমদিন শনিবার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান প্রশিক্ষণ প্রদান করেন।
পাউবোর সেচ ব্যবস্থাপনা বিষয়ক ফরিদগঞ্জের কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, প্রশিক্ষণ ছাড়াও সেচ প্রকল্প এলাকায় সেচ ব্যবস্থাপনা সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়। স্কীম ম্যানেজার ও কৃষকদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চাঁদপুর সেচ প্রকল্পকে কাজে লাগাতে হলে সেচ খালসহ প্রধান প্রধান খালগুলো খনন জরুরি হয়ে পড়েছে। একই সাথে খাল দখল প্রক্রিয়াও বন্ধ করতে হবে।
এদিকে প্রশিক্ষণ কর্মশালার প্রথমদিন শনিবার প্রশিক্ষণার্থীরা গণমাধ্যমকর্মীদের সাথে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। এ সময় তারা জানান, সরকার কৃষকদের জন্য নানা প্রণোদনা দিলেও প্রকৃত কতজন কৃষক এই প্রণোদনা পাচ্ছে সে বিষয়ে খোঁজখবর নিতে হবে। কৃষকদের সার ও কীটনাশকসহ বছরের বিভিন্ন সময়ে নানাভাবে সহায়তা করছে সরকার। কিন্তু এগুলোর সুফল প্রকৃত কৃষকরা ভোগ করতে না পারায় তারা হতাশাগ্রস্ত।

 

সর্বাধিক পঠিত