চাঁদপুরে ৩৫ মণ জাটকাসহ ৬ জন আটক
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাচারকালে সাড়ে ৩৫ মণ জাটকাসহ ৬ জনকে আটক করেছে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ। পৃথক অভিযানে একই সময় পাচারকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও ইজিবাইক জব্দ করা হয়।
গতকাল ২০ এপ্রিল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার সদর উপজেলা মৎস্য কর্মকর্তার মাহবুবুর রহমানের উপস্থিতিতে জব্দকৃত জাটকা এতিমখানা ও অসহায়দের মানুষের মাঝে বিতরণ করা হয়।
আটকরা হলেন : চাঁদপুর সদরের মদনা গ্রামের আঃ রহিম (৪৫), গোবিন্দিয়া গ্রামের রাজু হোসেন (২৪), ঝিনাইদহ জেলার তুহিন (২৪), চাঁদপুর শহরের মধ্য শ্রীরামদী এলাকার আরিফ মাঝি (২৫), মোঃ রাসেল (২৮) ও আনোয়ার হোসেন (৩৫)।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানায়, দুটি অভিযানে আটকদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ভোরে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপ-পরিদর্শক লীলিচুর রহমানসহ পুলিশ সদস্যরা হানারচর ইউনিয়নের হরিণা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো ন-১৯-০৫৭২) ড্রামে থাকা ১ হাজার ৭শ’ কেজি জাটকা ও পাচারকারী রহিম, রাজু এবং তুহিনকে আটক করে।
অপরদিকে ভোরে শহরের ওয়ান মিনিট এলাকায় অভিযান করে নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ ইসমাইল। তিনি ইজিবাইকে থাকা ১শ’ ২০ কেজি জাটকাসহ আরিফ, রাসেল ও আনোয়ারকে আটক করেন।