• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

প্রকাশ:  ১৬ মার্চ ২০২১, ১৭:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জে মাস্ক ব্যবহার ও বিভিন্ন যানবাহনের বিভিন্ন অনিয়মের অপরাধে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে ৫ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার উপজেলার চাঁদপুর-রায়পুর সড়কের চরকুমিরা চৌরাস্তা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় মাস্ক ব্যবহার না করায় দ-বিধি ১৮৬০-এর ২৬৯ ধারায় ৯টি মামলায় ২ হাজার ৫শত টাকা এবং সড়ক ও পরিবহন আইন ২০১৮-এর ৬৬ ধারায় ৬ টি মামলায় ৩ হাজার ৪শত টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার জানান, চাঁদপুর-রায়পুর সড়কে দুর্ঘটনা রোধে ও করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার না করায় পৃথক পৃথক ১৫টি মামলায় ৫ হাজার ৯শত টাকা জরিমানা আদায় ও জন সচেতনতায় আমাদের এ অভিযান পরিচালনা করা হয়েছে।