• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শপথ নিলেন ফরিদগঞ্জ ও কচুয়া পৌরসভার নবনির্বাচিত মেয়রসহ পৌর পরিষদ

প্রকাশ:  ১১ মার্চ ২০২১, ১২:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শপথ গ্রহণ করলেন ফরিদগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী এবং কচুয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র, উপজেলা যুবলীগ সভাপতি নাজমুল আলম স্বপন। একই সঙ্গে দুই পৌরসভার সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলরবৃন্দও শপথ গ্রহণ করেন। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিম আজাদ সার্কিট হাউজ মিলনায়তনে তাঁদের শপথবাক্য পাঠ করান।

ফরিদগঞ্জ পৌরসভার শপথ গ্রহণকরা কাউন্সিলররা হলেন : সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১নং (১, ২ ও ৩) ওয়ার্ডের কুসুম বেগম, ২নং (৪, ৫ ও ৬) ওয়ার্ডের খতেজা বেগম এবং ৩নং (৭, ৮ ও ৯) ওয়ার্ডের সেলিনা আক্তার যুথী ; সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডের আমিনুল হক, ২নং ওয়ার্ডের আবুল হাসেম, ৩নং ওয়ার্ডের জায়েদ হোসেন, ৪নং ওয়ার্ডের আবদুল মান্নান পরান, ৫নং ওয়ার্ডের জাহিদ হোসেন, ৬নং ওয়ার্ডের মাজহারুল আলম, ৭নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেন, ৮নং ওয়ার্ডের জাকির হোসেন গাজী ও ৯নং ওয়ার্ডের মোঃ সাজ্জাদ হোসেন টিটু।

অন্যদিকে কচুয়া পৌরসভার শপথ গ্রহণকারী সংরক্ষিত নারী কাউন্সিলররা হলেন : ১নং (১, ২ ও ৩) ওয়ার্ডের জোহরা আক্তার, ২নং (৪, ৫ ও ৬) ওয়ার্ডের পারুল আক্তার ও ৩নং (৭, ৮ ও ৯) ওয়ার্ডের রোকেয়া বেগম ।

সাধারণ কাউন্সিলররা হলেন : ১নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডের তাজুল ইসলাম রাজু, ৩নং ওয়ার্ডের মাহারুন আল মিলি, ৪নং ওয়ার্ডের মোঃ জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ডের আমিনুল হক মিয়াজী, ৬নং ওয়ার্ডের মোঃ আব্দুল মান্নান, ৭নং ওয়ার্ডের মোঃ কামাল হোসেন, ৮নং ওয়ার্ডের ও ৯নং ওয়ার্ডের আবুল খায়ের রুমি।

শপথবাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি, যুব মহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দীপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, যুগ্ম সম্পাদক রাজীব মজুমদার, রবিউল হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি আলমগীর পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ৪র্থ দফায় ফরিদগঞ্জ ও কচুয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জ পৌরসভার মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হন। অপরদিকে টানা দ্বিতীয়বার উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মেয়র পদে নির্বাচিত হন।

সর্বাধিক পঠিত