চাঁদপুরে শহরে অটোবাইক ট্রাক সংঘর্ষে নিহত ১ ॥ আটক ২
চাঁদপুর শহরে অটোবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোবাইক আরোহী নিহত হয়েছে। বেপরোয়া গতির অটোবাইকের কারে নিখিল চন্দ্র দাস (৬৫) নামে এক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
ঘটনাটি ঘেেটছে ২৮ ফেব্রুয়ারি রোববার বেলা সাড়ে ১২টার দিকে। জানা যায়, চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কস্থ আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের সামনে থেকে নিহত ওই যাত্রী গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলা কুমারডুগী সপরিবারে অটোবাইকে করে যাওয়ার সময় ট্রাকের সাথে সংঘর্ষ হয়।
ঘটনার পরপরই চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, পুলিশ পরিদর্শক মোঃ মনির আহম্মদ ও চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় অটোবাইক চালক শরীফ ও ট্রাক চালক মোঃ শাহির রাজাকে আটক করে থানায় নিয়ে যান।
নিহতের স্ত্রী সন্ধ্যা রাণী জানান, তিনি হাসপাতালে চাকুরি করার সুবাদে তারা দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কস্থ সাবেক (স্ট্যান্ড রোড) আল-আমিন একাডেমীর সামনে বাসা ভাড়া থাকতেন।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে তারা সপরিবারে একটি অটোবাইকে করে গ্রামের বাড়ি কুমারডুগীর উদ্দেশ্যে রওয়ানা হন। এ সময় অটোবাইকটি গলির ভিতর থেকে বের হতে গিয়ে দ্রুতগতির ট্রাকের সামনে পড়ে। এ সময় ট্রাকচাপায় নিখিল চন্দ্র দাস রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিযয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মালবাহী ট্রাক কাজী নজরুল ইসলাম সড়ক দিয়ে যাওয়ার পথে আল-আমিন একাডেমির স্কুল এন্ড কলেজের সামনে হঠাৎ করে গলির ভিতর থেকে একটি বেপরোয়াা গতিতে অটোবাইক ট্রাকটির সামনের অংশে চাঁপা পড়ে। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার নুরে আলম মজুমদার জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মাথায় প্রচুর আঘাত পেয়ে প্রচ- রক্তক্ষরণ হয়েছে। নিহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই মৃত আনা হয়েছে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এবং সেখান থেকে ট্রাক চালক শাহির রাজা আটক করেছি। এবং অটোচালক শরীফকে আমাদের পুলিশ হেফাজতে নিয়েছে। একই সাথে ট্রাক ও অটোবাইক টি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তিনি আরও জানান, আমরা নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে আইনগত ব্যবস্থা নেব।