• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শীঘ্রই চাঁদপুরে করোনা টেস্টিং ল্যাব চালু ॥ প্রস্তুতি কাজ প্রায় শেষ

প্রকাশ:  ২১ জুলাই ২০২০, ২০:০৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে করোনা তথা কোভিড-১৯ টেস্টিং ল্যাব সহসাই চালু হবে বলে আশা করা যাচ্ছে। ল্যাবরেটরির প্রস্তুতি কাজ প্রায় শেষ পর্যায়ে। বলতে গেলে ৯০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। এখন ল্যাবের প্রধান মেশিন যেটাকে পিসিআর মেশিন বলা হয়, সেটাই শুধু আসতে বাকি। এছাড়া অন্য সব আনুষঙ্গিক মেশিনসহ সবই ল্যাবরেটরিতে স্থাপনের কাজ শেষ হয়ে গেছে। আজ-কালের মধ্যে পিসিআর মেশিনও চলে আসবে। এই মেশিনটি আসার পর এটি ইনস্টল করতেই যা সময় লাগবে। এর পরপরই ল্যাবের কার্যক্রম শুরু করা যাবে।
ল্যাবের প্রস্তুতি কাজ পরিদর্শনে গিয়ে এভাবেই কাজের অগ্রগতি এবং ল্যাব চালু হওয়ার সম্ভাব্য সময় সম্পর্কে তথ্য জানালেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ। গতকাল সোমবার সকালে সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ ও  আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ একেএম মাহবুবুর রহমান কোভিড-১৯ টেস্টিং ল্যাব পরিদর্শনে যান। এ সময় সাথে ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্থানীয় প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু।
উল্লেখ্য, এই ল্যাবরেটরি চাঁদপুর মেডিকেল কলেজ এবং ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে হচ্ছে। ল্যাবরেটরিটি হচ্ছে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির মরহুম পিতা ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের নামে বরাদ্দ নেয়া ফ্ল্যাটে। এটির অবস্থান হচ্ছে চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় অবস্থিত বেগম জামে মসজিদ ঈদগাহের পূর্ব পাশে অবস্থিত পৌর মার্কেটের তৃতীয় তলায়। তাই ল্যাবরেটরির স্থাপনা এবং এটি চালু পর্যন্ত পুরো অর্থের জোগান দেয়া হচ্ছে ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট থেকে। পুরো কাজটি তদারকি করছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং তাঁর বড় ভাই ডাঃ জেআর ওয়াদুদ টিপু। আর ল্যাবটি স্থাপনে টেকনিক্যাল সকল সাপোর্ট দিচ্ছে চট্টগ্রাম ভ্যাটেরিনারী এন্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি।