• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে চিকিৎসকসহ আরো ৩৫ জনের করোনা শনাক্ত, জেলায় মোট আক্রান্ত ১৪৫৭জন

প্রকাশ:  ১৯ জুলাই ২০২০, ১১:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে নতুন করে আরো ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এঁদের মধ্যে চিকিৎসকও রয়েছেন। নতুন আক্রান্ত ৩৫ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪শ' ৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮শ' ১২ জন। আর মারা গেছেন ৬৮ জন। গতকালকের রিপোর্টে মৃত একজনের পজিটিভ রিপোর্ট আসে। তিনি হচ্ছেন হাজীগঞ্জের বাসিন্দা। নাম কামরুন নাহার, বয়স ৫৪।


গতকাল শনিবার ঢাকা থেকে ৬৯ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৩৫ জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া যায়। শতকরা হারে অর্ধেকেরও বেশি। এই ৩৫ জনের মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে অধীনস্থ একজন চিকিৎসকও রয়েছেন। উপজেলা ভিত্তিক এর সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ৫, হাইমচর ২, মতলব উত্তর ১০, মতলব দক্ষিণ ১, ফরিদগঞ্জ ২, হাজীগঞ্জ ৬, কচুয়া ৫ ও শাহরাস্তি ৪। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ সব তথ্য জানা গেছে।

আরো জানা যায়, গতকাল পর্যন্ত এ জেলার ৫৮৫০ স্যাম্পলের মধ্যে রিপোর্ট এসেছে ৫৭৩১ জনের। এর মধ্যে পজিটিভ রিপোর্ট আসে ১৪৫৭ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮১২ জন। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে ৫৭৭ জন চিকিৎসাধীন আছেন।