• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সদরেই আক্রান্ত ৪১৪ জন

চাঁদপুরে আরো ৩২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১০৩৫

প্রকাশ:  ০৪ জুলাই ২০২০, ১৩:০৫
উজ্জ্বল হোসাইন
প্রিন্ট

চাঁদপুরে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ৪ জুলাই শনিবার দুপুরে ১২০ টি রিপোর্টের মধ্যে আরো ৩২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১০ জন, ফরিদগঞ্জের ৯ জন, মতলব দক্ষিণের ৪ জন, হাজীগঞ্জের ৪ জন, কচুয়ার ৩ জন, শাহরাস্তির ২ জন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩৫। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, শনিবার (৪ জুলাই) ১২০টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩২টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকিগুলো নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১০৩৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৪১৪ জন, মতলব দক্ষিণে ১১৩ জন, ফরিদগঞ্জে ১১০জন, শাহরাস্তিতে ১০৫জন, হাজীগঞ্জে ১০১জন, হাইমচরে ৭৭জন, মতলব উত্তরে ৭০ জন ও কচুয়ায় ৪৬ জন।

জেলায় মোট ৬২ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো  : চাঁদপুর সদরে ১৮ জন, হাজীগঞ্জে ১৬ জন, মতলব উত্তরে ৮ জন, ফরিদগঞ্জে ৭ জন, কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৪ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।