• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে নতুন আরো ৫৩ জনের করোনা শনাক্ত মৃত বেড়ে ৬০

প্রকাশ:  ০৩ জুলাই ২০২০, ১১:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। মৃত্যুর সংখ্যাও শতকের দিকে এগিয়ে চলেছে। এখন প্রতিদিনের রিপোর্টেই প্রায় ৪০/৫০ জন করে আক্রান্ত হওয়ার তথ্য আসছে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। করোনার নমুনা টেস্ট যত বাড়ছে, শনাক্তের সংখ্যাও ততই বাড়ছে। তবে কিছুটা স্বস্তির খবর হচ্ছে উপসর্গ নিয়ে মৃত্যুর হার এখন কিছুটা কমের দিকে। মানুষ আগে যে এই রোগটি গোপন রেখে নিজেকে নিঃশেষ করে হাসপাতালে আসতো বা বাসায় থেকে বিনা চিকিৎসায় মারা যেতো, এখন আর সেটা বলতে গেলে হচ্ছে না।

গতকাল বৃহস্পতিবার ৮৮ জনের রিপোর্ট আসে। তার মধ্যে ৫৩ জনেরই পজিটিভ রিপোর্ট। এই ৫৩ জন হচ্ছে : সদর উপজেলায় ৩১, হাজীগঞ্জে ৫, মতলব দক্ষিণে ৬, হাইমচরে ২ এবং ফরিদগঞ্জে ৯ জন। এই ৫৩ জনের মধ্যে মৃত হচ্ছে একজন। তিনি হচ্ছেন মতলব দক্ষিণ উপজেলার বেলায়েত হোসেন (৮৫)।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত চাঁদপুর থেকে স্যাম্পল পাঠানো হয়েছে ৪ হাজার ৬শ' ৭২ জনের। এ পর্যন্ত রিপোর্ট এসেছে ৪ হাজার ৩শ' ৫৫ জনের। রিপোর্ট পেন্ডিং আছে ৩১৭ জনের।

এদিকে গতকাল নতুন করে আক্রান্ত ৫৩ জনসহ এ পর্যন্ত মোট আক্রান্ত হচ্ছে ৯শ' ৭২ জন। এর মধ্যে গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩২ জন। মারা গেছেন ৬০ জন। বাদবাকি ৫৮০ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন।