• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে আরো ৪৪ জনের করোনা শনাক্ত মোট আক্রান্ত ৭১৩জন

প্রকাশ:  ২৬ জুন ২০২০, ১৭:০০ | আপডেট : ২৬ জুন ২০২০, ১৭:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে আরো ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে শুক্রবার। এর মধ্যে চাঁদপুর সদরের ১৮ জন, ফরিদগঞ্জের ৭জন, হাইমচরের ৭, শাহরাস্তির ৬জন, মতলব উত্তরের ৫ জন, কচুয়ার ১জন। মতলব উত্তরে আক্রান্তদের মধ্যে উপসর্গে মৃত হিসাবরক্ষণ কর্মকর্তা আঃ বারেক (৫৬) রয়েছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, শুক্রবার (২৬ জুন) মোট ১৯৯টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪৪টি করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭১৩জন। মৃত বেড়ে হলো ৫০জন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৭১৩জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮৭জন, শাহরাস্তিতে ৯৩জন, মতলব দক্ষিণে ৭৪জন, ফরিদগঞ্জে ৭২জন, হাজীগঞ্জে ৬৮জন, হাইমচরে ৪৭জন, মতলব উত্তরে ৪১জন ও কচুয়ায় ৩১জন।

জেলায় মোট ৪৯ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৪ জন, চাঁদপুর সদরে ১৩ জন, ফরিদগঞ্জে ৬ জন, মতলব উত্তরে ৬ জন, কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৪ জন ও মতলব দক্ষিণে ২ জন।

সর্বাধিক পঠিত