চাঁদপুরে করোনা সন্দেহে একজন ভর্তি, চিকিৎসকসহ ৬ জন হোম কোয়ারেন্টিনে


চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসলোশনে এক যুবককে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুজাউদ্দৌলা রুবেল জানান, স্থানীয় কয়েকজন ব্যাক্তি সুমন নামের যুবককে এনে ভর্তি করিয়েছে। সুমনের গ্রামের বাড়ি ঢাকার মানিকগঞ্জের দক্ষিণ সহিরপুর গ্রামে। সে চাঁদপুরে শ্রমিকের কাজ করতো। লঞ্চঘাট এলাকায় সে অসুস্থ্য হলে স্থানীয়রা তাকে হাসপাতালে এনে ভর্তি করায়।
তিনি আরো বলেন, সুমনকে হাসপাতালের জরুরি বিভাগে যারা চিকিৎসা সেবা প্রদান করেছে তাদের সবাইকে হোম কোয়ারেন্টিনে যাবার নির্দেশ দেয়া হয়েছে। এরা হলেন-আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিবুল আহসান আসিব, ওয়ার্ড মাস্টার মোঃ মনিরুজ্জামান, সেবক আব্দুর রশিদ, আবুল কাশেম, অফিস সহকারি আল আমিন ও বহিরাগত রতন নামের এক ব্যাক্তি।
আরএমও সুজাউদ্দৌলা রুবেল আরো জানান, আইসলোশনে ভর্তি হওয়া রোগীর মধ্যে করোনার কিছু লক্ষণ দেখা যাচ্ছে বলে আমরা তাকে ভর্তি করেছি। তার শরীর থেকে কীট সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়াগেলে বুঝা যাবে সে করোনায় আক্রান্ত কিনা