পুরাণবাজারের দুই মহল্লায় তরুনদের ব্লিচিং ছিটানো কার্যক্রম
প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ১৫:৩২
চাঁদপুর প্রতিনিধি।।


করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জীবাণুনাশক ব্লিচিং পাউডার ও মিশ্রিত পানি ছিটিয়েছে চাঁদপুর শহরের পুরাণবাজার মোমফ্যাক্টরী ও রিফিউজি কলোনীর এক ঝাঁক তরুণেরা।
২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন বিকালে তারা নতুন রাস্তার ড্রেনগুলোতে এবং তাদের মহল্লার আনাচে কানাচে ব্লিচিং পাউডার ছিটিয়েছেন। এসময় ব্লিচিং পাউডার মিশ্রিত পানিও স্প্রে করেন বর্তমান প্রজন্মের তরুণেরা।
এ কার্যক্রমে অংশ নেয় স্থানীয় তরুন শাহআলম, আরিফ, ইউসুফ, সাজ্জাদ, আলআমিন, রুবেল, রিয়াদ, বোরহান প্রমুখ।