• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুরানবাজারে দুই মোবাইল ছিনতাইকারি আটক

প্রকাশ:  ২১ মার্চ ২০২০, ১৭:২১ | আপডেট : ২১ মার্চ ২০২০, ১৭:৩০
স্টাফ রিপোর্টার।।
পুরাণবাজারে আটক দুই ছিনকাইকারি।
প্রিন্ট

চাঁদপুর শহরের পুরাণবাজারে ব্যবসায়ীর মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যাবার সময় জনতার সহযোগিতায় দুই ছিনতাইকারিকে আটক করেছে ফাঁড়ি পুলিশ।শনিবার সকাল ৯ টার সময় বাকালীপট্টির বলাকা বোডিং এর গলিতে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলঃ- স্থানিয় মেরকাটিজ রোডের মৃত মোসলেম মৃর্ধার ভাড়াটে আবুল কালামের ছেলে সোহেল মাতাবর (২১) ও বিল্লাল খান বাড়ির ভাড়াটে গিয়াস ঢালীর ছেলে কালু (২০)। 

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, শরিয়তপুর সখিপুর কাচি কাটা থেকে ট্রলারে মাল নিয়ে পুরানবাজার আসেন ট্রলার মাঝি নুরউদ্দিন পাঠান। বাজারে ঢুকে ওই স্থান দিয়ে যাবার সময় ছিনতাইকারীরা তার পিছু নেয়। এক পর্যায়ে মাঝির কাছে অবৈধ কিছু আছে কিনা তল্লাশির নামে ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা নগদ ১৪'শ টাকা এবং দামি টাচ মোবাইল নিয়ে দৌড় দেয়। এ খবর ছড়িয়ে পরলে স্থানিয় শ্রমিকরা ছিনতাইকারীদের পিছু নেয় এবং হরিসভা এলাকা থেকে সোহেল ও কালুকে ধরে ফেলে। পরে খবর পেয়ে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদের নির্দেশে এএসআই মজিবর সঙ্গীয় ফোর্স পাঠিয়ে ওই দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল সেট ও নগদ ৯'শ টাকা উদ্ধার করা হয়। 

পরিশেষে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরির্দশক মাসুদ জানান, তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল পাওয়া গেছে, সে সুবাধে আমরা আটক করে চাঁদপুর সদর মডেল থানায় প্রেরন করেছি। আটক কালুর বিরুদ্ধে এর আগে আরেকটি চুরির মামলা রয়েছে।

সর্বাধিক পঠিত