১২ নং চান্দ্রায় 'মুজিববর্ষ' উদযাপন উপলক্ষে যুবলীগ নেতার বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মকান্ড।


চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়নে 'মুজিববর্ষ' উদযাপন উপলক্ষে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ফাহিমুল ইসলাম শশী বিনামূলো ১ হাজার মাস্ক বিতরণ করেছেন। ১৭ মার্চ জাতীয় শিশু দিবসে তিনি এ মাস্কগুলো বিতরণ করেন। করোনা ভাইরাস থেকে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ইউনিয়নের প্রতিটি স্কুল-মাদ্রাসা এবং জনসাধারণের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। করোনা ভাইরাস তাণ্ডবে জনগণ যখন আতঙ্কিত, যুবলীগ নেতা শশীর নিজ অর্থায়নে এই ব্যতিক্রমী উদ্যোগ অনেকে তার প্রশংসা করেন।
মাস্ক বিতরনের সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন যুবলীগের সদস্য জহির মিজি, ক্লাবের উপদেষ্টা সোলাইমান পাটোয়ারী বাপ্পি, দিন ইসলাম খান, আমিনুল ইসলাম তুহিন, ক্লাবের সভাপতি শাহিন পাটোয়ারী, পরিচালক জুম্মন মাহমুদ শেখ, পরিচালক মমিন খান, সোহেল সহ অন্যান্য কর্মকর্তারা মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন।