• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জাতির পিতার স্বপ্নপূরণে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ০৬ মার্চ ২০২০, ১২:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 উৎসবমুখর পরিবেশে পুরাণবাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় কলেজ মাঠে আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি কলেজের নান্দনিক শিক্ষার পরিবেশ দেখে অভিভূত হন এবং কলেজের সুন্দর পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় তিনি বলেন, দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এ কলেজের মতো এমন সুন্দর পরিবেশ খুব কমই দেখা যায়। মেঘনা-ডাকাতিয়ার কোলঘেঁষে এমন মনোরম পরিবেশে গড়ে ওঠা কলেজটির সৌন্দর্য দেখার জন্যে বিভিন্ন স্থান থেকে অনেকে এখানে আসে, যা সত্যি খুবই আনন্দের। তিনি এমন নান্দনিক পরিবেশ গড়ে তোলার জন্যে কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারসহ পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, সুন্দর পরিবেশের কারণে সুন্দর মন গড়ে উঠে। তিনি জাতির পিতার স্বপ্নপূরণে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, আমরা আগামী ১৭ মার্চ মুজিববর্ষ পালন করবো। মুজিববর্ষকে ঘিরে আমরা সামনে এগিয়ে যাব। জাতির জনকের আদর্শই হলো আমাদের জীবনের চর্চা। তাঁর আদর্শ বাস্তবায়নই হলো এ মহান নেতার প্রতি সম্মান জানানোর উৎকৃষ্ট পথ। উদার মন-মানসিকতা নিয়ে সমাজের কল্যাণে কাজ করতে হবে। যুগোপযোগী শিক্ষা গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, সনদ পাওয়া মানেই শিক্ষা শেষ নয়। তাই সুন্দর জীবনগঠনে আমাদের শিক্ষাকার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে আমি শিখবো এবং সুখি-সমৃদ্ধ সোনার বাংলাদেশ নির্মাণে জাতির জনকের স্বপ্নবাস্তবায়নে সামনের দিকে এগিয়ে যাবো। এ সময় প্রধান অতিথি পুরাণবাজার ডিগ্রি কলেজ ক্যাম্পাসকে ডিজিটাল ক্যাম্পাস হিসেবে ঘোষণা করেন। এছাড়াও তিনি কলেজ মাঠে অনুষ্ঠিত বি রিলেটেড টু অডিও ভিজ্যুয়াল এডুকেশন (ব্রেইভ) আয়োজিত মুজিব শতবর্ষে শত শপথ বঙ্গবন্ধু উৎসবের শুভ উদ্বোধন করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোঃ মিজানুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের সদ্যবিদায়ী অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, এনএসআইয়ের যুগ্ম পরিচালক মোঃ আজিজুল হক, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মোস্তাক হায়দার চৌধুরী প্রমুখ। পরে প্রধান অতিথি কলেজের কৃতী ছাত্র-ছাত্রীসহ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ও প্রভাষক মোঃ হাবিবুর রহমান পাটওয়ারী। অতিথিদের সম্মানে কলেজের সাংস্কৃতিক সংগঠন ‘মুক্তির আলো’র শিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন এবং কলেজ বিএনসিসির সদস্যগণ গার্ড অব অনার প্রদান করেন। পুরো অন্ষ্ঠুানকে ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

 

সর্বাধিক পঠিত